ডেস্ক নিউজ: ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুপার সানডে ছিল একেবারেই ভুলে যাওয়ার মতো দিন। একদিনে তিনটি বড় পরাজয়ের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট। টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভরাডুবি, নারীদের ওয়ানডেতে অজি মেয়েদের বিপক্ষে হার, আর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে পরাজয়—সব মিলিয়ে ছিল হতাশার এক রোববার।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ভারতের পরাজয়ের ইঙ্গিত আগের দিনই পাওয়া গিয়েছিল। শেষ দিনে মাত্র ২০ বলে ১০ উইকেটের বিশাল হার মেনে নিতে হয় রোহিত শর্মাদের। প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া তুলেছিল ৩৩৭। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং লাইনআপ আবারও ভেঙে পড়ে, আর অজিরা সহজেই জয় তুলে নেয়।
এরপর একইদিনে ভারতীয় নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২২ রানে হারে। স্বাগতিক অজি মেয়েরা প্রথমে ৩৭১ রানের পাহাড় গড়ে, আর ভারতীয় নারীরা সেখানেই থেমে যায় ২৪৯ রানে।
দিনের শেষ আঘাত আসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। ফাইনালে বাংলাদেশের যুবারা ১৯৮ রানের টার্গেট দিয়েছিল আর ভারত সেই রান তাড়ায় অলআউট হয় মাত্র ১৩৯ রানে। বাংলাদেশ ৫৯ রানে জিতে এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয়।
এমন দুঃখজনক রোববার নিশ্চয়ই আর দেখতে চাইবে না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।