মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর): টাংগাইল মধুপুর উপজেলাধীন হলদিয়া গ্রাম কনকনে,শীতের মাঝেও মাছ ধরার প্রতিযোগিতায় পুকুরে নেমে পড়ে, ১০০জন প্রতিযোগী। আজ (৯ডিসেম্বর ২০২৪)ইংরাজ সোমবার মধুপুর উপজেলাধীন হলুদিয়া গ্রামের মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুকুরে মালিক মোঃ ফরমান আলী জানান, গ্রামবাসী আমার পুকুরে মাছ ধরার আবেদন করেন।সকলের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এক লাখ আশি হাজার টাকার বিনিময়ে মাছ ধরার অনুমতি প্রদান করি। আমার অনুমতি ক্রমে১০০জন প্রতিযোগী মাছ ধরা শুরু করে। এক,জন প্রতিযোগী জানান সকলেই, সকাল ৯ ঘটিয়া হইতে বিকাল তিন ঘটিকা পর্যন্ত মাছ ধরে। এর মধ্যে ১০ থেকে ১৫ জন স্বল্প পরিমাণ মাছ ধরলেও বাকি প্রতিযোগিতারা (১৫থেকে২০ কেজি মাছ ধরতে সক্ষম হয়। তাহারা জানান পুকুরে পানির গভীরতা বেশি থাকায় এবং উল্লেখ্য পরিমাণ মাছ ধরা পড়ে নাই। এবং শীত বেশি থাকায় পানিতে বেশিক্ষণ থাকা যায় না। তারপরও সকলের সাথে প্রতিযোগিতায় মাছ ধরতে পারার জন্য আমরা আনন্দিত।