মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি): স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্যক সামনে রেখে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে, অদ্য-১০ ডিসেম্বর রোজ মঙ্গলবার শ্রীমঙ্গল শহরতলী হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল হোটেল ইন এন্ড রেস্টুরেন্টে, সকাল ১০ ঘটিকায় হইতে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সঞ্চালনায় সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম অনিক, মোঃ ইমরান হোসেন,প্রতিষ্ঠাতা শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, মানবিক ডাক্তার ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ও দ্যা হেলথ লাইন লাইন ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর,ডাঃ নাজেম আল কুরেশী রাফাত ও অন্যান্য চিকিৎসকরা এই উদ্যোগকে স্বাগতম জানান,৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪টি পদক্ষেপ গ্রহণ করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা, ফ্রি চক্ষু চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি,ফ্রি ডায়াবেটিস চেকআপ, ব্লাড প্রেসার চেকআপ, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল হোটেল ইন এর এমডি মোঃ ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মীরএম এ সালাম, শ্রীমঙ্গল হেলথ লাইন, ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার ডাইরেক্টর ডাঃ নাজেম আল কুরেশী রাফাত, শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন সুদীপ্ত ভট্টাচার্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একরামুল কবির, এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীলরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি,বিশেষ অতিথিসহ সংস্থার বিভিন্ন মানবিক কাজে বিশেষ অবদান রাখায়, সংগঠনের সদস্যদের সম্মাননা স্মারক প্রধান করা হয়।