মো: তারিকুল ইসলাম ( কুমিল্লা জেলা প্রতিনিধি ) কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
(১০ডিসেম্বর) সোমবার গভীর রাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিরশ্বীকারী স্টীল ব্রীজের উত্তর প্বার্শের পরিত্যক্ত টিনের ছাপড়া ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মধ্যকান্দি গ্রামের (মোল্লা বাড়ির) আঃ জলিল (জলিল আমিন) এর ছেলে মো. রাসেল (৩৬),হোমনা সদর ফকির বাড়ির আব্দুর রব এর ছেলে আব্দুল হালিম (৩০), তিতাস উপজেলার কেশবপুর (মোল্লা বাড়ি) (বর্তমানে হোমনা মানিক কমিশনারের ভাড়াটিয়া) মৃত আঃ রশিদ এর ছেলে মো. ফিরোজ (৩৬), মুরাদনগর উপজেলার রানীমহুর গ্রামের মো.জাহাঙ্গীর মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৫)কে রাম দা,ছুরি,শাবল,চাকু ও দেশীয় অস্ত্র ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।