মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি): তীব্র ভাঙনে মেঘনায় বিলীন হচ্ছে ভোলার চরফ্যাশন উপজেলার মূল ভূখন্ডের বাহিরে বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ঢালচর। এই ইউনিয়নটিতে বর্তমানে প্রায় ১২ হাজার মানুষের বাস। ভাঙনে দিন দিন বিলীন হচ্ছে বসতঘর, রাস্তা-ঘাট ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। বসতঘর হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে রাস্তার পাশে সরকারি জমিতে ঝুঁপড়ি ঘর তুলে বসবাস করছেন।
তবে বেশ কয়েক বছর ধরে ঢালচর ইউনিয়ন মেঘনার ভাঙনের শিকার হলেও এখনো ভাঙন রোধে পদক্ষেপ নেয়া হয়নি। এই ইউনিয়নটির তিন দিকে মেঘনা নদী ও একপাশে বঙ্গোপসাগরের মোহনা।
জানা গেছে, চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর বুকে জেগে উঠে বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। আগে এটি চর কুকরি-মুকড়ি ইউনিয়নের সঙ্গে থাকলেও ২০১০ সালের দিকে পৃথক ইউনিয়ন হিসেবে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ঢালচর ইউনিয়ন। শুরু থেকে ঢালচর ইউনিয়নে প্রায় ১৭ হাজার মানুষের বসবাস থাকলেও বর্তমানে বাস করছেন ১২ হাজার মানুষ। ঢালচর ইউনিয়নে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত। এখানকার মানুষের একমাত্র আয়ের উৎস মাছ শিকার ও কৃষিকাজ। বেশ কয়েক বছর ধরে অল্প অল্প করে ভাঙন শুরু হয়।