মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি): পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং শহরকে যানজটমুক্ত রাখতে, শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, অদ্য-
মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় সময় শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায়, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়েছে, অভিযানে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডের ফুটপাত থেকে ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, চায়ের রাজ্যখ্যাত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের হাটা চলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।