মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি): ভোলা সদরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটি নির্মাণের ৩৬ পর আর সংস্কার করা হয় নি,যার কারনে টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে।প্রতিদিন ভোলা মহাসড়কের বাস এই টার্মিনাল থেকে ছেড়ে যায় আবার ফিরে এসে এই টার্মিনালে প্রবেশ করে।টার্মিনালটি জরাজীর্ণ হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয়।বিকল্প কোন বাস টার্মনাল না থাকায় জরাজীর্ণ এই টার্মিনলই একমাত্র বাসের ঠিকানা তাই বাস চালক ও ভুক্তভোগী যাত্রীদের দাবি দ্রুত সময়ে বাস টার্মিনালটি সংস্করণ করে উপযোগী করে তুলার।যথাযথ কর্তিপক্ষের সদয় সহযোগিতার মাধ্যমে টার্মিনালটি যুগোপযোগী করে তৈরি করার অনুরোধ করেছে অত্র অঞ্চলের ভুক্তভোগী সাধারণ যাত্রীরা।