মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলা জেলার লালমোহন উপজেলার উপকূলীয় এলাকা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার সহ বিভিন্ন গ্রামে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন,এর ব্যানারে গরিব অসহায় বৃদ্ধ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ (২৮ ডিসেম্বর) শনিবার বিকালে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার ৪টার সময় জামায়াতে ইসলামী লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইউম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন এর চেয়ারম্যান জনাব ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান (খোকা) ও বিশেষ অতিথি মাওলানা মোঃ শিহাব উদ্দিন (সহসুপার ও উপদেষ্টা) ,মাওলানা মোহাম্মদ আলী (সাধারণ সম্পাদক) , মাওলানা মোঃ কামাল উদ্দিন লাইব্রেরীয়ান,মোঃ এমরান, সহকারী শিক্ষক, মোঃ ফয়সাল মাহমুদ, সহ এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এলাকার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে গরিব অসহায় বৃদ্ধ আনন্দ প্রকাশ করেন।