মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) গাজীপুরের কাপাসিয়ায় কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ধলাগড় ব্রিজের পাশে অনন্যা পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাচুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুকের (৬০) মৃত্যু হয়েছে।
নিহতের ভাই, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক নুরুল ইসলাম ফরিদ জানান, আজ রবিবার ২৯ ডিসেম্বর দুপুরে ২.৩০ মিনিটের সময় কাপাসিয়া উপজেলা সদরের বাড়ি থেকে প্রতিদিনের মতো তাঁর কর্মস্থল পাচুয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত কাজ শেষ করে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে উপ-জেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় ব্রিজের দক্ষিণে কিশোরগঞ্জ গামী একটি যাত্রীবাহী (বাস) অনন্যা পরিবহন বেপরোয়া গতিতে একটি সিএন জি ও অটোরিকশা কে অতিক্রম করার সময় মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল আরোহী প্রধান শিক্ষককে স্থানীয় এলাকবাসী কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আশ-পাশের এলাকায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরলে উত্তেজিত এলাকাবাসী তরগাঁও এলাকায় ঢাকা টু কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে রাখে।
উক্ত সময় অবরোধ কারীরা প্রধান শিক্ষককে হত্যাকারী চালকে দৃটান্ত মূলক ও শাস্তির দাবিতে। কাপাসিয়া উপ-জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রধান শিক্ষককে হত্যাকী পরিবহনের চালক ও অনন্যা পরিবহনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের দাবীবে দীর্ঘ সময় ঢাকা টু কিশোরগঞ্জ সড়কে ভারী ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃকামাল হোসেন বলেন অনন্যা পরিবহনের চাপায় শিক্ষকের মৃত্যু হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে । চালক পালিয়ে যাওয়া তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে তাকে আটক করার প্রতিক্রিয়া চলমান।