মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল (৩১ডিসেম্বর-২০২৪) নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ইনচার্জ ডিবির নেতৃত্বে সঙ্গীয় ডিবি’র অফিসার/ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।