আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি): বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নিল চট্টগ্রামবাসী। নতুন বছরকে বরণ করে নিতে সারা চট্টগ্রাম মহানগর জুড়ে ১২ টা ১ মিনিটে শহরের পাড়ায মহল্লার এলাকায় ও বাড়ী ঘরের ছাদে পটকা এবং আতজবাজির ঝলকানিতে মধ্যরাতের আকাশ আলোকিত হয়ে উঠে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পটকা ও আতশবাজি না ফোটানোর জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলেও কিশোর – তরুণরা মানতে নারাজ। তারা নতুন বছরকে বরণ করে নিতে বাড়ীর ছাদে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। পুলিশের পক্ষ থেকেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাপক টহল জোরদার করা হয়। এইদিকে পটকা ও আতশবাজির তীব্র শব্দে মধ্যরাতে ভয়ে পাখিরা চিৎকার শুরু করে এবং তারা আতঙ্ক হয়ে দ্বিকবিদিক দৌড়াতে থাকে তা। আতঙ্কগ্রস্থ ভয়ার্ত পাখিদের এই দৃশ্য যে কোন হৃদয়বান মানুষকে কষ্ট দিবে তাতে কোন সন্দেহ নেই। নতুন বছরে প্রিয় পত্রিকা ‘ স্বাধীন সূর্যোদয়’ এর সন্মানিত সম্পাদক, কর্মকর্তা, কর্মচারী এবং একঝাঁক কলম সৈনিক সহযোদ্ধাদের শুভেচ্ছা ও কল্যাণ কামনা করছি।