গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৭নং নঁন্দিরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কচুয়ারপার ছাত্র পরিষদের নতুন২০২৫-২৬ সালের স্থায়ী পরিষদ ও কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম আইনুল ও সাধারণ সম্পাদক হয়েছেন মোজাম্মিল হোসেন রাসেল।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি
আব্দুল মুক্তাদির,সহ-সভাপতি,আলমগীর হোসেন,জুবেল আহমদ,মোঃ শাহেদ আহমদ,মোঃ মেহেদী হাসান পারভেছ ও মোঃ নাঈম আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,সাংগঠনিক সম্পাদক শ্রী বিরল নম,কোষাধ্যক্ষ সুধীর বিশ্বাস, প্রচার সম্পাদক আয়েছ আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,মো:সুন্নত আলী, দপ্তর সম্পাদক সুহেদুজ্জামান রুমন,
ক্রীড়া ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক,
মোঃ কুতুব হোসেন,সদস্য যারা হলেন-শ্রী ভূষণ বিশ্বাস
,আনোয়ার হোসাইন,মোঃ রাহেল আহমদ,শ্রী সুজন বিশ্বাস,মোঃ সুয়েব মিয়া,মোঃ আনোয়ার হোসাইন,
শ্রী সুজিত নম,মোঃ জাহেদ আহমদ,জসিম উদ্দিন,আমিনুল ইসলাম,বৈকণ্ঠ নম,অলিউর রহমান,মোঃ শাহিন আহমদ,মোহাম্মদ আলী,ফাহিম আহমদ,ফারহান আহমদ,মুস্তাফিজুর রহমান মাহি,মোঃ রায়হান আহমদ,মোঃ মিজান আহমদ,মোঃ লোকমান আহমদ,মোঃ রেজাউল করিম,মোঃ এহসানুল হক,মোঃ ফয়সল আহমদ,মোঃ রাহেল আহমদ,মোঃ ইমাম উদ্দিন,মারুফ আহমদ,তোফায়েল আহমদ তানভীর,শ্রী নিরেন্দ্র নম,মোঃ তানভীর মিয়া,মাসুদ হোসেন তুহিন,কামরান আহমদ,রাখাল নম
,জসিম উদ্দিন,রাজন রবি দাস। স্থায়ী পরিষদে যাঁরা স্থান পেলেন-রুহুল আমিন,আসাদুর রহমান,আলিম উদ্দিন,আরিফ আহমদ!
উক্ত কমিটি গঠন সভায় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এতে পরিষদের উপদেষ্টা আব্দুল হামিদ ও অপর উপদেষ্টা আব্দুল মুমিন স্বাক্ষরিত নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন সকল সদস্য ও গ্রামের গন্য মান্য ব্যক্তিবর্গ।