ইয়াসিন আহমেদ শরিফ (স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ -এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল উপজেলার ২০১০ সালের সহকারী শিক্ষক নিয়োগ প্রাপ্তদের পক্ষ থেকে মোঃ ইনাম উল্লা খান-কে সংবর্ধনা প্রদান ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৯ জুলাই) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের গাংচিল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০১০ সালের নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় তাঁরা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ইনাম উল্লা খান যেভাবে নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করেছেন, তার এই অর্জন পুরো শ্রীমঙ্গলবাসীর জন্য গর্বের। তিনি শিক্ষক সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
সংবর্ধিত শিক্ষক ইনাম উল্লা খান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমি প্রতিটি ক্লাসে নতুন পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করি। সরকারি বিদ্যালয়ে আধুনিক শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে কাজ করেই আমি এই স্বীকৃতি পেয়েছি। এ অর্জন শুধু আমার নয়—সমস্ত সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১০ মে ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মোঃ ইনাম উল্লা খানকে “শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” প্রদান করা হয়।