মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর)
টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামে :পিতা-মৃত মোঃ মারফত আলী সরকার এর সুযোগ্য সন্তান দেশ ও জাতির নিবেদিত প্রাণ, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম(৭৬) ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ (৩জানুয়ারি২০২৫) ইং রোজ শুক্রবার টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন বোকার-বাইদ গ্রামের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মোঃআব্দুল হালিম(৭৬) নিজ বাড়িতে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা আব্দুল হালিম একছেলে রেজাউল হক (৪২)ও দুই মেয়ে৩৮,৩৪) রেখে যান। মৃত মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর ছেলে মোঃরেজাউল হক গণমাধ্যম কর্মীদের জানান, আমার বাবা মোঃ আব্দুল হালিম গত(২জানুয়ারি ২০২৫)ইং বৃহস্পতিদিবাগত রাত ~১২. ৩০ মিনিটের সময় মৃত্যু,-বরণ করেন। ১৯৭১ সালে আমার বাবা স্বইচ্ছায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধের পরবর্তী সময় কৃষি কাজের উপর নির্ভরশীল ছিলেন। এবং ধর্মীয় কাজে নামাজের প্রতি গুরুত্বশীল ছিলেন।তিনি সকলের কাছে তার বাবার রুহের মাগফেরাত কামনা করেন। শুক্রবার জুমার নামাজের পর,শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হয়, বোকারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানাতে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার,ও মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)ও পুলিশের বিশেষ টিম এর নেতৃত্বে গার্ড অব ওনার সম্মাননা ও মুক্তিযুদ্ধ স্মৃতিচারণ, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।পরে জানাযায় নামাযের আয়োজন করা হয়।তাহার জানাজার নামাজে সহ-মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোঃ সামাদ” মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান” মুক্তিযোদ্ধা মোঃ শরাফত আলি” মুক্তিযোদ্ধা সুনীল মাস্টার”
,মোঃ লিটন ফকির মেম্বার ৬নং ওয়ার্ড আউশনারা
।আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানগন। জানাজা শেষে, বোকারবাইদ মাদ্রাসার সংলগ্ন সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়