সম্প্রতি একটি টিকটক ভিডিওতে দাবি করা হয়েছে যে, শেখ হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন বলে ভারতের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তবে এই দাবি ভিত্তিহীন। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা এমন কোনো বক্তব্য দেননি। বরং পুরনো বিভিন্ন ভিডিও ফুটেজের অংশ ব্যবহার করে এই মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।
ভিডিওতে শেখ হাসিনার দুটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। প্রথম ফুটেজটি ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে ধারণকৃত এবং এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ। সেই বক্তব্যে তিনি বলেন, “ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পরে যখন আমরা পুরো পরিবার হারিয়েছিলাম, তখন তারা আমাদের আশ্রয় দিয়েছিল।” এটি ভারতের এএনআই ও এনডিটিভি চ্যানেলে প্রচারিত হয়েছে।
ভিডিওতে থাকা দ্বিতীয় ফুটেজটি ২০২৪ সালের ২৪ জুলাই প্রচারিত নিউজ২৪ চ্যানেলের একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা “শেখ হাসিনা পালায় না” শীর্ষক বক্তব্য দিয়েছিলেন।
ফলস্বরূপ, জানুয়ারিতে শেখ হাসিনা দেশে আসবেন বলে ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।