ইয়াসিন আহমেদ শরিফ ( স্টাফ রিপোর্টার মৌলভীবাজার )
অদ্য নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার ২০২৬-২০২৭ অর্থবছরের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত ৮টায় শ্রীমঙ্গলের নিসচা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম রায়, অর্থ সম্পাদক আশিষ রবিদাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দুলা মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন তালুকদার , কার্যকরী সদস্য ইনাম উল্লা খান, মোঃ আবুল কাশেম, মোঃ রবি উদ্দিন, মোঃ আল আমিন, ইয়াসিন আহমেদ শরিফ প্রমুখ।
আলোচনায় আসন্ন কমিটি গঠনের বিভিন্ন দিক নিয়ে বিশদভাবে মতবিনিময় হয় এবং একটি গতিশীল, দক্ষ ও সক্রিয় কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংগঠনের ভুমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।