ইমরান বিন সুলতান (স্টাফ রিপোর্টার)
গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাংবাদিক মহিউদ্দিন ইরাকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। তিনি জাতীয় দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন।
ঘটনার সূত্রপাত ১২ জানুয়ারি ২০২৫, রবিবার। মহিউদ্দিন ইরাক তার পৈতৃক ভিটায় প্রশাসনের অনুমতি ছাড়াই একটি ওরস অনুষ্ঠানের আয়োজন হতে দেখে বাধা দেন। তিনি উপস্থিত লোকজনকে প্রশাসন ও জমির মালিকের অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান আয়োজন করা যায় না বলে অবহিত করেন। এসময় আয়োজকদের পক্ষ থেকে মলমল উত্তর পাড়ার তিন ভাই—সবুজ, সজীব এবং সোহাগ—উত্তেজিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলার বিবরণ:
সজীব মিয়া কাঠের লাঠি দিয়ে আঘাত করেন, সবুজ মিয়া হাত দিয়ে মারধর করেন এবং সোহাগ মিয়া অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন। মহিউদ্দিন ইরাক বাধ্য হয়ে ৯৯৯ এ ফোন করলে পাগলা থানার ডিউটি অফিসার মোঃ রেজা দ্রুত বিষয়টি অবগত হন।
অতঃপর পাগলা থানার এসআই আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী, বিশেষ করে মহিলারা, মহিউদ্দিন ইরাককে নিরাপত্তার সঙ্গে বাড়িতে পৌঁছে দেন।
আইনগত পদক্ষেপ:
মহিউদ্দিন ইরাক প্রাথমিক চিকিৎসা শেষে পাগলা থানায় তিন হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, আসামিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন সমাজের প্রতিবাদ:
এ ঘটনায় এলাকার সাধারণ জনগণ ও সচেতন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক মহিউদ্দিন ইরাকের উপর হামলাকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আঘাত হিসেবে দেখছেন অনেকে।
এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।