মো : তারিকুল ইসলাম ( কুমিল্লা জেলা প্রতিনিধি )
কুমিল্লার হোমনায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে ৯ নং জয়পুর ইউনিয়ন পরিষদ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ৯ নং জয়পুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় হোমনা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো.শামীম সরকার, প্রশাসনিক কর্মকর্তা মো.জালাল মোর্শেদ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. বদরুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুর ইউনিয়নের সমম্বয়ক মো. ইউসুফ সহ কর্মশালায় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, তরুণ ছাত্রসমাজ, সেবা প্রার্থী সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
কর্মশালার শেষে তারুণ্যের ভাবনা উৎসব ২০২৫ এর উপলক্ষে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য-শূন্যতার প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশন নিধনে স্পে করা হয়।