জহুরুল ইসলাম জপি ( স্টাফ রিপোর্টার)
বিএনপির আয়েজনে শেরপুর পৌর পার্ক থেকে জেলা বিএনপি’র সাবেক আহবায়ক হযরত আলীর নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয় এ সময় নেতা কর্মীরা তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের নানা স্লোগান দেন। তারা স্লোগানের দাবি করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই ইত্যাদি স্লোগানের মুখরিত করে পরে শহরের থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে শহর বিএনপি’র সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত ডিয়ন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।