মোঃ মাহবুবুর রহমান সেহেল(স্টাফ রিপোর্টার)
সাভারের আশুলিয়ায় বৃহৎ শিল্পকারখানা বেক্সিম খোলা রাখার দাবি নিয়ে শ্রমিকদের মানববন্ধন।মঙ্গলবার ১৪ ই জানুয়ারি সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে।হাজার হাজার শ্রমিক মহাসড়কের পূর্বপাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন।শ্রমিকেরা বলেন গত ০১ মাস কারখানা বন্ধ থাকায়,আমরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছি।বাসা ভাড়া দিতে পারিনা,দোকানদার সদাই বাকি দিচ্ছেনা।বাচ্ছার দুধ কিনতে পারিনা,পরিবারের অসুস্থতায় ঔষধ কিনতে পারছিনা।সবমিলিয়ে আমরা এখন অসহায় হয়েগেছি।আমরা পার্শবর্তী কোনো কারখানায় চাকুরী নিতে গেলে চাকরি দিচ্ছেনা।আমাদের প্রায় চল্লিশ হাজার শ্রমিক চাকরি হারা,সবমিলিয়ে বর্তমানে ৩ লক্ষ পরিবারের হাড়ি উনুনে উঠছেনা।আমাদের একটাই দাবি ব্যাংকিং সুবিধা সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থানরত সকল কারখানা স্বচল রাখতে মাননীয় সরকার মহোদয় এর সুদৃষ্টি কামনা।সরকারের নিকট দাবি জানাই কারখানাটি সচল করতে কঠোর পদক্ষেপ গ্রহন করুন।