1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মেঘনা নদীতে নিখোঁজের তিন দিন পর বিন্দিজাল থেকে মৃতদেহ উদ্ধার

মুহাম্মদ হাবিব (ভোলা) প্রতিনিধি  
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

মুহাম্মদ হাবিব (ভোলা) প্রতিনিধি  অবশেষে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে জেলে মোস্তফার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিন্দিজাল বসাতে গিয়ে যেখানে সে নিখোঁজ হয়েছে তার পার্শ্ববর্তি বিন্দিজালে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় মনপুরা উপজেলার হাজীর হাট সী-ট্রাক ঘাট সংলগ্ন দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।জেলেরা জানায়, সকালে বিন্দি জাল তুলে আনতে গেলে জালের মধ্যে নিখোঁজ জেলে মোস্তফার মৃতদেহ দেখতে পায় তারা। অন্যান্য জেলেদের সহযোগিতায় মৃতদেহটি তুলে তীরে নিয়ে আসে। খবর পেয়ে মোস্তফার স্বজনরা এসে মোস্তফার মৃতদেহটি শনাক্ত করে।পরে মনপুরা থানা পুলিশ এসে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুম্মার নামাজের পর জানাজা শেষে স্থানীয় দারোগার পাড় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টায় মেঘনা নদীতে বিন্দি জাল বসাতে গিয়ে নিখোঁজ হন উপজেলার চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা (৪৫)। তাকে উদ্ধারে মনপুরা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আসা ডুবুরি দল মেঘনায় তল্লাশি চালায়। নিখোঁজ জেলে মোস্তফাকে অনেক অনুসন্ধানের পর খুঁজে না পেয়ে  ডুবুরি দল মনপুরা ত্যাগ করে।এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির জানান, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা সুরতহাল রিপোর্ট সংগ্রহ করি। কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট