মোঃছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি) মৌলভীবাজার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন(৪৬ বিজিবি) কর্তৃক আটক হওয়া প্রায় দেড় কোটি টাকার ভারতীয় বিড়িও সিগারেট পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি,অদ্য(২৩জানুয়ারী ২৫ খ্রিঃ
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে ধ্বংস করা হয়,এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মোঃ সোহাগ মিলু ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোঃ জামাল হোছাইন, ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,৪৬বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোঃ জামাল হোছাইন জানান, গত ২১ আগস্ট ২০২২ ইংতারিখ হতে ০৯ ডিসেম্বর ২০২৪ইং তারিখ পর্যন্ত ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়, আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১,৩৫,৬১,৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য ২,৯৬,৫০০/- টাকাসহ সর্বমোট ১,৩৮,৫৭,৮৭০, এক কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার আটশত সত্তর) টাকা মূল্যের বিড়ি এবং সিগারেট আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।