মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ জেলা তাড়াশ, রায়গঞ্জ, উপজেলা ও সলংগা থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ২৫ ই জানুয়ারি) দুপুর দুইটা সময় সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা তাড়াশ উপজেলা সলংগা থানার উদ্যোগে তাড়াশ উপজেলার নিমগাছী কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন এক স্বৈরাচার দেশ থেকে বিদায় করতে হাজার হাজার জনতা শহীদ হয়েছে আরেক স্বৈরাচারকে বসানোর জন্য নয়। বিগত ১৫ বছরে সবচেয়ে নির্যাতিত দল ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তিনি আরো বলেন বাংলাদেশে ইসলামী দল ঘমতায় গেলে নারীদের কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় সব থেকে বেশি সুবিধা পাবে নারীরা তাদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকবে ভিন্ন রকমের তাদের জন্য থাকবে নিরাপত্তা। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে ভোটের অধিকার পাবে নাগরিক অধিকার পাবে। তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অমুসলিমদের কি হবে তিনিই প্রশ্নের জবাব বলেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে সবথেকে বেশি সুবিধা পাবে অমুসলিমরা।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কর্ম পরিষদের ডাক্তার মোঃ সামাদ তিনি বলেন বিগত ১৫ টি বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছে দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে দিনের ভোট রাত্রি করেছে। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা শাহিনুর আলম তিনি বলেন দেশে ইসলামী দল ক্ষমতায় গেলে নারীদের মাথায় করে মাটি নেওয়া লাগবে না। আমি আসার সময় দেখলাম রাস্তার কাজে ছেলেরা মাটি তুলে দিচ্ছে এবং মহিলারা মাথায় করে সেই মাটি নিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের মাথার উপরে মাটির টোপা রাখতে দেবে না এটা বন্ধ করবে ইনশাল্লাহ। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর রায়গঞ্জ উপজেলা সভাপতি নেতৃত্বে এই অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামীর ধারা উপজেলা রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার সকল জামাতের নেতা কর্মীরা সহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা কর্মী ও হাজার জনতা উপস্থিত ছিলেন।