1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এক চোখ হারানো রাজমনির বাঁচার আকুতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

মো. জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টঙ্গীতে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে ডান চোখ হারিয়েছেন পোশাক শ্রমিক রাজমনি আক্তার (৩৩)। সেই সঙ্গে বাম চোখের চিকিৎসায় যা সম্বল ছিল সব খরচ করে চেষ্টা করেছেন। চোখের সমস্যায় পোশাক কারখানায় কাজ হারিয়েছেন বিধবা রাজমনি। সবশেষে হাত পেতেছেন মানুষের দ্বারে।

 

রাজমনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার ফিরোজপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তার মেয়ে উর্মি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তিনি গাজীপুর এলাকার সালাহউদ্দিনের ভাড়া বাসায় বসবাস করে টেকবান লিমিটেড নামক পোশাক কারখানায় অপারেটর (আইডি নং-১৫০২৭) পদে চাকরি করতেন।

 

চোখ হারানো রাজমনি আক্তার বলেন, ২০ জুলাই রাজপথে ছাত্র-জনতার স্লোগানে কারখানায় স্থির থাকতে পারছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা পোষণ করে কারখানার নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে যোগ দেই। এক দফ এক দাবি, খুনি হাসিনা তুই কবে যাবি- ইত্যাদি স্লোগান দিতে থাকি।

 

তিনি জানান, আন্দোলনরত ছাত্র-জনতা বারবার বাধা দিচ্ছিল তাকে; কিন্তু তিনি চলে যাননি। বিকাল সাড়ে ৩টায় আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে যখন রাজমনি স্লোগানে ব্যস্ত ঠিক তখনই আচমকা শুরু হয় আক্রমণ, মুহুর্মুহু গুলি ও টিয়ারশেল নিক্ষেপ। মুহূর্তের মধ্যে মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। অনেকে গুলির আঘাতে লুটিয়ে পড়েন মহাসড়কে। ছোটাছুটি করতে থাকেন অনেকে। হঠাৎ টিয়ারশেলের একটি ক্ষুদ্র কণা এসে রাজমনির ডান চোখে আঘাত করে।

 

তিনি লুটিয়ে পড়েন মহাসড়কে। আহত রাজমনিকে তার সহযোদ্ধারা উদ্ধার করে নিয়ে যান নিকটস্থ একটি ফার্মেসিতে। পল্লী চিকিৎসক তাকে পাঠিয়ে দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি।

 

এরপর অসহায় রাজমনি যান তার কর্মস্থল গাজীপুরে টেকবান লিমিটেড কর্তৃপক্ষের কাছে। সেখানে কারখানা কর্তৃপক্ষ তার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আইডি কার্ড রেখে তাকে বের করে দেন। আজ পর্যন্ত তাকে কারখানায় প্রবেশ করতে দেওয়া হয়নি।তার দিনকাল খুব কষ্টে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট