সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কৃষক দলের উদ্যোগ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, উপজেলার মালিগ্রাম সংলগ্ন হিরালদি রেল ব্রিজের পাশে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন _ বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল, ঘরোয়া ইউনিয়নের কৃষকদলের সভাপতি জনাব লিটন খন্দকার এর সভাপতিত্বে, খন্দকার আব্দুস সালাম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, উপজেলার আজিমনগর ও চান্দ্রা ইউনিয়ন থেকে পৃথক দুটি বিশাল মিছিল নিয়ে আসেন -মোঃ জনি মুন্সি আহবায়ক সদস্য, সোহাগ মিয়া উপজেলা জয়েন সেক্রেটারি, মোঃ জামাল সাগর জগন্নাথ ইউনিভার্সিটি জয়েন্ট সেক্রেটারি, মোঃ মনিরুল ইসলাম উপজেলা যুগ্ন আহবায়ক, সমাবেশে প্রধান বক্তা বলেন, – স্বৈরাচার আর ফ্যাসিবাদের দোসরা আর দেশে ফিরতে পারবে না, কারণ তারা তাদের কৃতি কর্মের ফল ভোগ করবে, শেখ হাসিনা তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে রেখে তার বোনকে নিয়ে পালিয়েছে, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম বিপদের মুখে, আওয়ামী লীগ নেতারা যত তাড়াতাড়ি শেখ হাসিনা দল ছেড়ে দিবে, তবেই তাদের সম্মান রক্ষাও মঙ্গল হবে। প্রধান অতিথি বলেন শহীদ জিয়াউর রহমান কৃষি বান্ধব নেতা ছিলেন, স্বাধীনতার পরে তিনি কৃষকদের উন্নয়নের জন্য কৃষকদের নানা সমস্যার সমাধান করতেন,কৃষকদের ন্যায্য মূল্য সরকারি ভর্তুকি কৃষকদের জীবনমান উন্নয়ন জন্য বিশেষ অবদান রাখেন। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে সরকারি কৃষি পণ্য কেন্দ্র করা হবে ও প্রতিটি উপজেলায় ফসল সংরক্ষণের জন্য একটি করে হিমাগার স্থাপন করা হবে, তাই দেশের জনগণকে সংসদ নির্বাচনে বিএনপি’রকে ভোট দিয়ে সরকার গঠন করার আহ্বান জানান।