মোহাম্মদ:মামুন উদ্দিন, (নোয়াখালী, হাতিয়া প্রতিনিধি) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রধান সড়কের করুণ অবস্থা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
রাস্তার বেহাল অবস্থা ও দুর্ঘটনার শিকার মানুষ
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বিভিন্ন অংশ ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। বিশেষ করে হাসপাতালগামী রোগী ও কর্মজীবীদের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক দুর্ঘটনায় একটি টমটম খালে পড়ে গেলে কয়েকজন যাত্রী আহত হন।
একজন অটোরিকশা চালক বলেন, “রাস্তায় এত গর্ত যে গাড়ির নাট-বল্টু খুলে যাচ্ছে। দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়েছে।”
সংস্কারের টেন্ডার হলেও কাজ শুরু হয়নি
দুই-তিন মাস আগে রাস্তা সংস্কারের টেন্ডার হলেও এখনো কাজ শুরু হয়নি। ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী—সবাই ভোগান্তির শিকার।
একজন ব্যবসায়ী বলেন, “পণ্য পরিবহনের সময় গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এই দুর্ভোগ আর মেনে নেওয়া যাচ্ছে না।”
দ্রুত সংস্কারের দাবি
রাস্তার এই দুরবস্থা দ্রুত সমাধানের জন্য স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এক সমাজকর্মী বলেন, “যদি দ্রুত সংস্কার না হয়, আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।”
স্থানীয়রা আশাবাদী, দ্রুত সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং যান চলাচল স্বাভাবিক হবে।