সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশন
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা তিনদিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘসময় না খেয়ে থাকার ফলে ইতোমধ্যে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে সাতজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন, আর দুইজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশন শুরুর ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এসে আশ্বাস দিলেও তারা মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে চান না। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে বাংলা বিভাগের রানা আহমেদ ও গণিত বিভাগের আমিনুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, বুধবার বিকেল থেকে তাদের অনশন কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চলবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন তাদের দাবি নিয়ে গড়িমসি করছে। তারা সতর্ক করে বলেছেন, অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। পাশাপাশি, যদি তাদের ওপর কোনো ধরনের নির্যাতন চালানো হয়, তাহলে দেশের ছাত্রসমাজ কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।