1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্নীতি প্রমাণ হলে ১০ বছরের জেল হতে পারে টিউলিপের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (NCA) গোয়েন্দারা সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছে বলে জানা গেছে। লন্ডন ও ঢাকার একাধিক সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের ব্যক্তিগত ব্যাংক লেনদেন ও ইমেইল নথিপত্র বিশ্লেষণ করা হচ্ছে। এমনকি তদন্তের স্বার্থে তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদি তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি দীর্ঘমেয়াদী কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

এছাড়া, কিছু সূত্র দাবি করেছে যে, অতীতে রূপপুর পারমাণবিক প্রকল্পসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগের সঙ্গেও তার নাম জড়িত রয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে ২০১৩ সালে স্বাক্ষরিত চুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন। তদন্ত সংস্থাগুলো খতিয়ে দেখছে, ওই সময় কোনো ধরনের আর্থিক অনিয়ম হয়েছিল কি না এবং এতে তিনি কোনোভাবে জড়িত ছিলেন কি না।

তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ব্রিটিশ ও বাংলাদেশি সংস্থাগুলো এই বিষয়ে একসঙ্গে কাজ করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট