সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ভারতের ত্রিপুরায় অবস্থিত আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে আগামী বুধবার থেকে আবারও ভিসা ও কনস্যুলার পরিষেবা চালু হতে যাচ্ছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন।
এর আগে, গত ২ ডিসেম্বর আগরতলার সহকারী হাইকমিশনে এক দাঙ্গার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সব কার্যক্রম স্থগিত করা হয়। সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়, যদিও গত মাসের শুরুতে তিনি আবার কর্মস্থলে ফিরে আসেন।
কী ঘটেছিল সেদিন?
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি হিন্দুত্ববাদী সংগঠন সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করছিল। স্মারকলিপি জমা দেওয়ার সময় একদল লোক হঠাৎ করেই দূতাবাস প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালায়। বিবিসির হাতে আসা ভিডিওচিত্রে দেখা যায়, হামলাকারীরা হাইকমিশন ভবনের সাইনবোর্ড এবং অন্যান্য সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ও ভারত উভয় দেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কূটনৈতিক স্থাপনায় এমন হামলার নিন্দা জানিয়ে বলে, “কোনো অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।” একইভাবে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনাটিকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে কড়া প্রতিবাদ জানায়।
বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে, জাতীয় পতাকা অবমাননা করে এবং দূতাবাসের সম্পত্তির ক্ষতি করে। আরও উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয়নি, যার ফলে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
অবশেষে পুনরায় চালু হচ্ছে পরিষেবা
দুই মাস পর, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন আবারও তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। নতুন করে ভিসা ও কনস্যুলার পরিষেবা চালুর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করা হচ্ছে।