1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈশ্বরগঞ্জে অপচিকিৎসার দায়ে দন্ত চিকিৎসকে ৫০ হাজার টাকা জরিমানা। 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আশরাফুল ইসলাম (ঈশ্বরগঞ্জ প্রতিনিধি)


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন বিহীন এক দন্ত চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত ৫০হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার রায় বাজারস্থিত বিসমিল্লাহ্ ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানের পরিচালককে এই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায় বাজারে শ্রীবলতলা গ্রামের সবুজ মিয়ার ছেলে এমদাদুল হক জয় দন্তের অপচিকিৎসার নামে গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। তার এই অপচিকিৎসার শিকার হন উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের আব্দুল হাই এর ছেলে মারুফ হাসান শামীম (২২)। এব্যাপারে গত ১৮ নভেম্বর ও ২৯ ডিসেম্বর শামীমের বাবা আব্দুল হাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অপচিকিৎসার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল হাই এর ছেলে মারুফ হাসান শামীম ব্যাথা জনিত কারণে লোকমুখে শুনে তার কাছে চিকিৎসা করাতে যায়। পরে এই হাতুড়ে ডাক্তার ভুয়া পরিক্ষা নিরীক্ষা দেখিয়ে একটি দাঁত উপড়ে ফেলেন। কিছুদিন যেতে না যেতেই শামীমের আরো কয়েকটি দাঁতে প্রচন্ড ব্যাথা শুরু হয়। পুনরায় তার কাছে গেলে ডাক্তার এমদাদুল হক জয় আরো তিনটি দাঁত কেটে ক্যাপ পড়িয়ে দেয়। এর পর মুখ গহ্বরের দাঁতের ছোঁয়ালে ক্ষতের সৃষ্টি হয়ে মুখমন্ডল ফোলে যায়। পরে শামীমকে আশংখা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ছেলেটি অপচিকিৎসার শিকার হয়েছে।

 

শামীমের বাবা আব্দুল হাই পরে খোঁজ নিয়ে জানতে পারেন ওই ডাক্তারের বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের কোন নিবন্ধন নেই সে একজন হাতুড়ে ডাক্তার। শামীমের বাবা আব্দুল হাইয়ের অভিযোগের প্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ডাক্তারকে বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ব্যতিরেকে ‘বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার’ নামে চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২০১০ এর ২৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এবং অভিযুক্ত ডাক্তার নিবন্ধন ব্যতিরেকে কখনই দন্ত চিকিৎসা করতে পারবে না মর্মে মুচলেকা আদায় করেন।

 

আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কাজী সাবিত আব্দুল্লাহ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট