আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি) গত জুম্মাবার ৭ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাউছিয়া আজিজিয়া হেফজখানা ও এতিমখানার দস্তারবন্দী এবং বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর জালালাবাদ আবাসিক এ প্রতিষ্ঠিত উক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সন্মানিত হাফেজ সাহেবদের মাথায় পাকড়ী পরিয়ে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ আজম উদ্দীন। গাউছিয়া আজিজিয়া হেফজখানা ও এতিমখানার দস্তারবন্দী এবং বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ।