আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি) গতকাল রবিবার, ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের ত্রি – বার্ষিক নির্বাচনে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইফুল আলম সভাপতি পদে বিজয়ী হয়েছেন। আজ রবিবার বিকাল ৫ টায় চট্টগ্রাম মহানগরীর বানিজ্যিক এলাকা আগ্রাবাদস্থ সিএন্ডএফ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এই ঘোষণা দেন। নির্বাচনে ২৯ টি পদের জন্য ৫৯ জন মনোনয়ন ফরম জমা দিলেও আজ রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ২৯ জন প্রার্থী ছাড়া বাকীরা মনোনয়ন প্রত্যাহার করায় ২৯ টি পদে ২৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ফলে আগামী ২৬ ফেব্রুয়ারি আর নির্বাচন অনুষ্ঠিত হবে না। চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এস এম সাইফুল আলম, প্রথম সহ সভাপতি পদে নুরুল আবছার, দ্বিতীয় সহ সভাপতি পদে মোঃ সাইফুদ্দিন, ৩য় সহ সভাপতি পদে আবু সালেহ, সাধারণ সম্পাদক পদে মোঃ শওকত আলী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ উবায়েদুল হক, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জামাল উদ্দিন উদ্দিন, অর্থ সম্পাদক পদে মোক্তার হোসাইন পাটোয়ারী, কাষ্টম বিষয়ক সম্পাদক পদে মোঃ রেজাউল করিম, বন্দর বিষয়ক সম্পাদক পদে রোকন উদ্দিন মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক পদে এস এম ফরিদুল আলমসহ মোট ২৯ জন প্রার্থীকে নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।