1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ধানমন্ডি ৩২ নম্বরে ‘হাড়ের আলামত’ সংগ্রহ করলো সিআইডি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ

ধানমন্ডি ৩২ নম্বরের পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত বাড়ির ভেতর থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানার পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, “৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তবে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা নিশ্চিত করতে সিআইডি তদন্ত করছে।” আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে, ৫ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়। বাড়িটির ধ্বংসস্তূপের পাশে নির্মাণাধীন ভবনের নিচে একটি বেজমেন্টের সন্ধান পায় বিক্ষোভকারীরা। তারা দেখতে পায় যে, বেজমেন্টটি একাধিক তলার গভীর, তবে নিচের ফ্লোরগুলো পানিতে ভরা। এরপর থেকেই বেজমেন্টের গোপন কক্ষ ও তার ভেতরের রহস্য নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই বেজমেন্ট থেকে পানি সেচের কাজ শুরু করে। দুপুর সোয়া ১টার দিকে তারা সেচের কাজ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরপরই সেখানে পাওয়া যায় কিছু হাড়গোড়, যা নতুন রহস্যের জন্ম দিয়েছে। এখন সেগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে, তা কোনো মানবদেহের অংশ কিনা।

এই অপ্রত্যাশিত আবিষ্কার ধানমন্ডি ৩২ নম্বরের ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট