সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন: শেখ হাসিনাকে নিয়ে বিতর্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল তথ্য থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় একটি প্রশ্ন করা হয়, যেখানে বলা হয়— “২০২৪ সালে প্রতিবেশী কোন দেশের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন?”
প্রশ্নটির সূত্র ধরে সমালোচনা শুরু হয়। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর সব্যসাচী বসু রায় চৌধুরী একে ‘ভুল ও বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সরকারপ্রধান ছিলেন, এবং ভারত তাকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়নি। ফলে পরীক্ষার প্রশ্নটি বাস্তবতার সঙ্গে মিলছে না এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কুমার দাস বলেন, এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসেবে দেওয়া হলেও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত তথ্য নিয়ে আপত্তি রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “প্রশ্নটি কূটনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা খতিয়ে দেখা দরকার।”
বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য জানান, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত অভিযোগ করেননি। সাধারণত পরীক্ষার জন্য তিনটি প্রশ্নপত্র তৈরি করা হয়, যার মধ্যে একটি চূড়ান্ত করা হয়।
এই ভুল প্রশ্ন ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে, নাকি এটি নিছক অনিচ্ছাকৃত ভুল— সে বিষয়েও প্রশ্ন উঠেছে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।