1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন সহায়তা চাইলেন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা চেয়েছেন। আজ ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, বিশ্বব্যাপী ইউএসএআইডি’র কাজ স্থগিত করা নিয়েও মতবিনিময় করেন তারা।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনা, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বৈঠকের আলোচ্যসূচিতে স্থান পায়। এ সময় অধ্যাপক ইউনূস দেশে একটি ঐকমত্য কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ শুরু করার জন্য তার সাম্প্রতিক উদ্যোগগুলোর কথা ব্যাখ্যা করেন।

তিনি জানান, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার পর, তারা “জুলাই সনদে” স্বাক্ষর করবে, যা এসব সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবে।

বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন জোর দিয়ে বলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। পাশাপাশি, তিনি সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক পরিচালিত “অপারেশন ডেভিল হান্ট” সম্পর্কে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গি জানতে চান।

জবাবে অধ্যাপক ইউনূস বলেন, তিনি বাংলাদেশে পুনর্মিলন ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। প্রতিশোধপরায়ণ রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মানবাধিকার রক্ষার নির্দেশনা দিয়েছেন।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি’র সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাত ও গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর’বি-র ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে। তিনি বলেন, ‘আইসিডিডিআর’বি ডায়রিয়া ও কলেরাজনিত মৃত্যু প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই পুনর্গঠন ও সংস্কারের সময় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করার সঠিক সময় নয়। বরং এখনই বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট