মোবারক হোসেন মহিন: দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন বোয়ালখালী থেকে মেরুং রোডের যাতায়াতের সময় বেলছড়ি নামক স্থানে স্টিল ব্রিজ নির্মানাধীন কাজ চলছে সড়ক ও জনপদ বিভাগের । সড়ক ও জনপদের এই কাজ নিয়েছে বিশিষ্ট ঠিকাদার সেলিম ব্রাদার্স, দীর্ঘদিন ধরে পুরনো ব্রীজের পার্ট গুলো স্তরে স্তরে খোলা হলেও বন্ধ বা কোন নির্দেশিকা দেওয়া হয়নি পথচারীদের সতর্কতার জন্য।
গতকাল শুক্রবার(১১-জুলাই)-২৫ রাত ১০ ঘটিকায় বোয়ালখালী বাজার থেকে আসা মটর সাইকেল আরোহী ব্রীজের খাদে পড়ে মারাত্মক আহত হয়, সড়ক ও জনপথের দায়িত্বশীল ব্যাক্তিরা কোন ভাবেই এর দায়ভার এড়াতে পারে না।
সেতুর বিকল্প সেতু করা হলেও পুরোনো সেতুর পথ বন্ধ কোন নির্দেশিকা দেওয়া হয়নি।
পুরনো ব্রীজের সব গুলো পার্ট খোলে বিকল্প যাতায়াতের রাস্তা হলেও সেখানে বৃষ্টির ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে রাস্তার প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে কিন্তু মেরামত বা মাটি সরানোর নেই কোন পদক্ষেপ।
বাঘাইছড়ি থেকে একাত্তর টিভির সাংবাদিক ওমর ফারুকের ফেসবুক পোষ্টে জানা গেছে, ভাড়ায় চালিত মটরসাইকেল চালক মো: মাসুম(৩০) বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের কুদ্দুস পাড়ায় এলাকার বাসিন্দা । অসহায় এতিম ছেলেকে নিয়ে এক বিধবা মায়ের হাতের লাঠি একমাত্র সন্তান। সবাই উনার জন্য দোয়া করতে বলেছেন ঐ পোষ্টে ।
এলাকাবাসী থেকে জানা গেছে, বার বার নির্মানাধীন ব্রিজের এমন কার্যকলাপ দেখে সতর্ক করার পরও ঠিকাদারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, পুরনো ব্রিজের রাস্তায় দেওয়া হয়নি কোন বেরিকেট, ঠিকাদারের এমন অসতর্কতায় বিপদে পড়তে পারে পথচারীরা ।