সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন’র সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ ফেব্রুয়ারী উদযাপনে সকল ধরনের নাশকতা রুধে ও শান্তিপূর্ণভাবে দিবসটি পালন করার জন্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এই সভা আয়োজন করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বৈষম্য বিবোধী ছাত্র নেতা সহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।