 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে ওয়ারেন্ট ভুক্ত সন্ত্রাসীকে যৌথবাহিনীর অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করা হয়
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত দুইটায় পানছড়ির কালানাল থেকে তাকে আটক করা হয়। সে এলাকায় দীর্ঘ বছর ধরে চাদাবজি, সন্ত্রাসী, সাধারন মানুষকে মারধর সহ বিভিন্ন অন্যায় অত্যাচার করে আসছিলো। এর আগেও কয়েকবার তকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জামিনে এসে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম করে। গত রাতে মদপ্য অবস্থায় চাঁদাবাজি করতে আসলে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে যৌথবাহিন কাছে সোপর্দ করে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন বলেন, ভুট্টু দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।