মোঃ ফজলে রাব্বী, (মনপুরা প্রতিনিধি)
ভোলার মনপুরা উপজেলায় “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা—সর্বোত্তম আমরা” এই স্লোগানকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিখন বনিক। তিনি বলেন, “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। যে যত বেশি প্রশিক্ষণ নেবে, সে তত বেশি এগিয়ে থাকবে।”
প্রশিক্ষণে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের ট্রেইনার ও সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা, যা ভবিষ্যতে তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।