1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গোয়াইনঘাট মডেল সপ্রাবি’তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে মহান ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভসূচনা হয়। এরপর নির্ধারিত কর্মসূচি অনুসারে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে প্রভাতফেরি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রভাতফেরী তে শিক্ষার্থীরা “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এই গানটি সমস্বরে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে গায়। পুস্পস্তবক অর্পণ শেষে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম দিয়ে দেয়াল পত্রিকা “আবেগ” এর মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য যে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ১৯ ফেব্রুয়ারী বিদ্যালয়ের সংকলন শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইয়ারা রহমান নওরিনের কোরআন তেলাওয়াত ও সহকারী শিক্ষক মোস্তাক আহমদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই ০৩ মিনিট নিরবতা পালনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি করেন শাহাদাত হোসেন শাহা, নীলাদ্রি দাস পার্থ, সুব্রত কুমার দাস, নুসরাত জাহান, তানিয়া, নুসরাত আক্তার তিন্নি এবং বক্তব্য প্রদান করেন এইচ এম আসিফ শাহরিয়ার, আব্দুর রহমান, সাইফ আল হাদি, আইমান আনোয়ার, সাকিব আল হাসান, ওয়ালিউল হক লুবাব, আকিলুজ্জামান রিফাত। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক এম সালিকুর রহমান সালিক, সহকারী শিক্ষক সুফিয়া বেগম, শামীমা বেগম, নাজমিন আক্তার, আসফিয়া সুলতানা, মাসুম আহমদ প্রমুখ। শিক্ষকগণ তাদের বক্তব্যে ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরে তথ্যবহুল জ্ঞানগর্ভ আলোচনা করেন। এসময় ভাষা আন্দোলনের মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির সমাপ্তি হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট