মঙ্গলবার (১২ মার্চ ২০২৫) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সমাজ সেবা ফোরাম চিৎলীয়ার পবিত্র রমজান মাস উপলক্ষে ৬০ টি দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
সমাজসেবা ফোরামের সভাপতি জনাব সাহেদ আহমেদ বলেন, পবিত্র রমজান হলো সহমর্মিতা ও দানশীলতার মাস। এই মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই, আমাদের ফোরামের পক্ষ থেকে এক মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে—যাতে অসহায় পরিবারগুলো স্বস্তির সাথে ইফতার ও সেহরি করতে পারে। আমাদের এ প্রয়াস সফল করতে যারা সহযোগিতা করেছেন, দান করেছেন, শ্রম দিয়েছেন—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজ সেবা ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মোঃ সাইফুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ গিয়াস উদ্দিন, কার্যকরী পরিষদ (২০২৫-২৬) এর নির্বাচিত সভাপতি জনাব মোঃ সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ আমির উদ্দিন সহ প্রমুখ।
তার আগে গেল (২৬ ফেব্রুয়ারি ২০২৫) বুধবার ২০২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদের ৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মোঃ সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।