1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি; ভুয়া এসআই গ্রেফতার

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

 

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁয় পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করায় মোফাজ্জল হোসেন নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে সদর উপজেলার কাটখইর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা’কালুপাড়া (কাজীপাড়া) গ্রামের মৃত কাজী মহাসিন আলির ছেলে।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ।

তিনি বলেন মোফাজ্জল প্রায় আড়াই বছরের বেশি সময় নওগাঁর বিভিন্ন উপজেলা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন এবং নিজেকে নওগাঁ সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। এরপর কাজী মোফাজ্জল হোসেন পুলিশের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন। ইতোপূর্বে হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল হোসেনের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় এই ভুয়া পুলিশ।

পুলিশ সুপার জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু ফাঁড়িতে কর্মরতদের মধ্যে কেউ মোফাজ্জলকে শনাক্ত করতে পারেনি। এবার ভীমপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক মোফাজ্জল হোসেনকে হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করে ফাঁড়িতে আনা হয়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট