1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার, গড়েছেন প্রতারক চক্র

সাহিদুল ইসলাম( স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সাহিদুল ইসলাম( স্টাফ রিপোর্টার)

পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত এবং তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও পাচারসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাদের বিরুদ্ধে ১৩টি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, জিনিয়া জিন্নাত ও আশরাফুজ্জামান দীর্ঘদিন ধরে প্রতারণা, জালিয়াতি ও মামলাবাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থসম্পদ অর্জন করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আশরাফুজ্জামান ২০০৮ সাল থেকে বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে প্রতারণা চালিয়ে যান। এমনকি তিনি নিজের স্বার্থে সাধারণ মানুষকে মামলায় জড়ানোর পাশাপাশি মামলা থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করতেন।

জানা গেছে, আশরাফুজ্জামানের নামে ৯৬টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যা কয়েক মাসের ব্যবধানে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, বিভিন্ন পরিচয়ে তিনি সার্কিট হাউসসহ সরকারি আবাসনে অবস্থান করতেন। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি একাধিক পরিচয় ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন নারীকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।

অন্যদিকে, অভিযোগ রয়েছে যে, জিনিয়া জিন্নাত মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন, যদিও তার পিতা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তার পিতা রত্তন আলী শরীফ নিজেকে বীর প্রতীক দাবি করলেও বিভিন্ন নথিতে তার নাম ও পরিচয় নিয়ে অসঙ্গতি রয়েছে।

জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় তার কথিত স্বামীকে সরকারি প্রটোকল ও সুবিধা পাইয়ে দিয়েছেন। এমনকি তার স্বামী নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান পরিচালনা করেছেন, জরিমানা আদায় করেছেন এবং সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন।

এছাড়া, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করা, চালকদের বেতন না দিয়ে তাদের চাকরিচ্যুত করা, সরকারি তহবিলের অপব্যবহার, মামলাবাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।

এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট