সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার):
ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বল্প আয়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকালে জেলা শহরের অফিস থেকে আত তয়্যিব ফাউন্ডেশন এর উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের, সভাপতি মাহবুবুল হক, সহ-সভাপতি শাহিন ফকির, সাধারণ সম্পাদক আর এস রাকিব সাহেব ,সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুলইসলাম মূঈনী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সাহেব দফতর বিষয়ক সম্পাদক মুফতী সাইফুজ্জামান কোষাদক্ষ হাফেজ সফিকুল ইসলাম প্রমুখ
ঈদের উপহারের মধ্যে ছিলো পোলাউর চাউল, লাচ্চা সেমাই লম্বা সেমাই, চিনি, সয়াবিন তেল, দুধ,মসলা , সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুল ইসলাম মূঈনী ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আত তয়্যিব ফাউন্ডেশন এর পক্ষে থেকে শতাধিক পরিবার কে ঈদ উপহার দেয়া হয়েছে। যা একটি পরিবার কে ঈদ উদযাপনে সহায়তা করবে।