মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি) অদ্য ১৩ এপ্রিল ২৫ ইংরেজি তারিখ: সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময়: শ্রীমঙ্গল, সিন্দুর খাঁন, রোড শংকরসোনা, গ্রামে শাহজাহান পুর, শিববাড়ি বাজারে মাঝে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ সংক্রান্তে প্রশিক্ষণ প্রদান করেন,
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশন
এছাড়াও এলাকার গ্রামবাসী ও বাজারের ব্যবসায়িকগণ মাঝে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মী মোঃ মনির হোসেন, বলেন বাসায় ও বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুন লাগলে
গ্যাস সিলিন্ডার সর্বদা সোজা অবস্থায় রাখুন,
রান্নার শেষে রেগুলেটর বন্ধ করে দিন।
গ্যাস লিক হলে আগুন বা ইলেকট্রিক সুইচ চালু,বন্ধ করবেন না
গন্ধ পেলে জানালা খুলে দিন ও এলাকা খালি করুন।
সিলিন্ডার ব্যবহারের আগে রেগুলেটর ও পাইপ ঠিক আছে কিনা পরীক্ষা করুন।
পুরনো বা ক্ষতিগ্রস্ত সিলিন্ডার ব্যবহার করবেন না।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশন ফোন নম্বর গ্রামবাসী ও বাজারের ব্যবসায়িকগণ মাঝে দিয়েছেন 01901-023668