মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
অদ্য ১৭ এপ্রিল ২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ইসরায়েলি পণ্য বয়কট ও সচেতনতা কার্যক্রম শুরু প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ প্রথম দিনে শ্রীমঙ্গল চৌমুহনী থেকে কলেজ রোড পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক নাঈম হাসান, মোজাহিদুল ইসলাম, সাদিকুল ইসলাম, মো: নাজমুল ইসলাম সহ প্রমুখ।
এছাড়াও ইসরায়েলি পণ্যের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়নের বিষয়টি তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ইসলামী ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক নাঈম হাসান, জানানো হয়, এই কার্যক্রম শুধুমাত্র একটি দিনের জন্য নয়—চলমান গণহত্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও মুসলিম উম্মাহকে একত্রিত করতে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, আসছে আগামী সোমবার ২১ এপ্রিল ২৫ ইং বাদ জোহর শ্রীমঙ্গলে স্লোগানের মাধ্যমে ইজরাইলি পণ্য বয়কট একটি সমাবেশ করব ও “আমরা ব্যবসায়ীদের সহযোগিতায় খুবই আশাবাদী। ইসরায়েলি পণ্য বর্জন করে আমরা মানবতার পক্ষে দাঁড়াতে পারি।”