1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কিশোরগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই উচ্চ পর্যায়ের নেতাকে বহিষ্কার!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫

মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখা থেকে দুই গুরুত্বপূর্ণ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযুক্তরা হলেন সংগঠনটির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া এবং সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস। সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে বলে জানা গেছে।

 

শনিবার (৪ মে ২০২৫) সংগঠনের পক্ষ থেকে এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সুস্পষ্ট প্রমাণ ও তথ্য উপস্থাপন করা হয়েছে। এ প্রেক্ষিতে তাদের সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তিটি সাক্ষর করেন জেলা শাখার আহ্বায়ক ইয়ারাম হোসেন এবং সদস্য সচিব মোঃ ফয়সাল।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মামুন মিয়া ও রিয়াদ আহমেদ উল্লাস আর কখনো এই সংগঠনের কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না। তারা সংগঠনের নাম ব্যবহার করে কোনো কর্মকাণ্ড চালালে সেটির দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা বহন করবে না।”

 

এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সংগঠনটির অভ্যন্তরীণ পরিবেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে নেতৃবৃন্দ বলছেন, এটি একটি নীতিগত সিদ্ধান্ত এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষা করতেই এমন পদক্ষেপ নিতে হয়েছে।

 

জেলা আহ্বায়ক ইয়ারাম হোসেন জানান, “আমরা কখনোই ব্যক্তিপূজার ভিত্তিতে সংগঠন পরিচালনা করি না। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা যেই লঙ্ঘন করবে, সে যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এই সিদ্ধান্ত আমাদের দীর্ঘদিনের সাংগঠনিক ঐতিহ্যের ধারাবাহিকতা। সাংগঠনিক কাঠামো সুদৃঢ় রাখতে এবং ভবিষ্যৎ নেতৃত্বকে আদর্শ ভিত্তিতে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

তবে সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল। কয়েক মাস ধরেই তাদের কার্যকলাপে অস্বচ্ছতা ও সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠছিল। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হলে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

 

তরুণদের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার একটি ছাত্র সংগঠন হিসেবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নীতিহীন ও শৃঙ্খলাভঙ্গকারী কার্যক্রম দমনে সংগঠনটি কঠোর ভূমিকা পালন করে আসছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতারা এখন পর্যন্ত কিছুই বলেনি তারা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট