মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প রোগ নির্ণয়, ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে,
রবিবার ৪ মে সকাল ৯ ঘটিকা হইতে বিকেল ৩ টা পর্যন্ত শ্রীমঙ্গলে উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার, ও মানবসেবা ফ্রী মেডিকেল ক্যাম্প, উদ্যোগে ইস্পাহানী চক্ষু হাসপাতালের সহযোগিতায় মোট ৩০৯ জন রোগীর মধ্যে ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৯৫ জন রোগীকে ফ্রী চশমা প্রদান ও ৩৬ জনকে ফ্রী ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়,ইস্পাহানী ইসলামীয়া চুক্ষ হাসপাতালের অরগানাইজার আশিক সরকারের তত্ত্বাবধানে ও ইস্পাহানী চক্ষু হাসপাতালে অভিজ্ঞ চক্ষু সার্জন দ্বারা রোগীদের চিকিৎসা প্রদান করেন,
এতে উপস্থিত ছিলেন,
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি, আজহারুল ইসলাম অনিক,
প্রচার সম্পাদক, মোঃ ছায়েদ আলী, ও
মানবসেবা ফ্রী মেডিকেল ক্যাম্প সভাপতি, ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক, মোঃ তাজুদ আলী, যুগ্ম সম্পাদক, সিদ্দিক মিয়া, কোষাধ্যক্ষ,আলম, কার্যকরী সদস্য মোঃ এবাদুর রহমান,ইমরান হোসেন, তোফায়েল আহমেদ,নিহাদ হাসান রিমু,সাদত আলী, কানুলাল সরকার, এমদাদ হোসেন প্রমুখ
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি আজহারুল ইসলাম অনিক বলেন, শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মোট ৩৯টি ফ্রি চক্ষু ক্যাম্পেইন করা হয়। উক্ত ক্যাম্পেইনে ৫০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়, তারমধ্যে প্রায় ৯০০ জনের অধিক রোগীকে ফ্রি ছানি অপারেশন এবং ২০০০ জনের অধিক রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়।