আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
২০২৫ সালে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আশিসুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, স্থানীয় কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি বোরো ধান চাল সংগ্রহ মৌসুমে ১ হাজার ২৫২ টন ধান ও সিদ্ধ চাল ১ হাজার ৮৬৩ টন চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধানের প্রতি কেজি ৩৬ টাকা ও সিদ্ধ চালের প্রতি কেজি ৫৯ টাকা দাম ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম (ওসি এল এসডি) বলেন, চলতি বোরো মৌসুমে ধান ১২৫২ টন ও চাল ১৮৬৩ টন ক্রয়ের লক্ষ্যমাত্রা উদ্বোধন করা হয়েছে।