বিক্রম হোসাইন কাব্য, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে আজ ৬ই মে সকাল ৯টায় জীবননগর মুক্ত মঞ্চে শুরু হয়েছে দু’দিনব্যাপী বুক স্টল ও সহযোগী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন। ইসলামী আদর্শ প্রচার ও সংগঠনের ভিত্তি মজবুত করার লক্ষ্যেই এই আয়োজন।
ক্যাম্পেইনের প্রথম দিন সকাল থেকেই স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টলে কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী সাহিত্য, নৈতিক শিক্ষা সংবলিত পুস্তিকা, সংগঠনের ইতিহাস ও আদর্শবিষয়ক লিফলেট প্রদর্শন ও বিতরণ করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগত মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। তারা সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে ইসলামী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে—সচেতন, দেশপ্রেমিক ও নৈতিক মানুষ গঠনে ভূমিকা রাখা এবং জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আগ্রহীদের অন্তর্ভুক্ত করা। অনেকেই বুক স্টল পরিদর্শন করে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ৭ই মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এতে আরও নতুন বই ও লিফলেট যুক্ত করা হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচার চালানো হবে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।